বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে

উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে জনস্বার্থ মামলা দাখিল হল কলকাতা হাইকোর্টে। রায়গঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন রায় হাইকোর্টে এই মামলাটি করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে।

অঞ্জনবাবু এদিন বলেন,”ডালখোলা থেকে গাজল ভায়া, রায়গঞ্জ, ইটাহার রেলপথের কাজ যা দীর্ঘদিন ধরে থমকে আছে। সেই কাজ নিয়ে নানা জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। কবে পুনরায় এই কাজ শুরু হবে তা জানতে চেয়েই এই মামলা। প্রায় ৬০কিলোমিটারের মতো এই রেলপথ হলে খুব সহজেই রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে জেলার দুই দিনাজপুর ও মালদা জেলার। রেল মানচিত্রে পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।”

এই মামলার ব্যাপারে অঞ্জনবাবুর আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, “অঞ্জনবাবু হাইকোর্টে ডালখোলা থেকে গাজল ভায়া রায়গঞ্জ, ইটাহারে যে কাজ থমকে রয়েছে তা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আশা করা যায়, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *