এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

একের পর এক মামলায় জর্জরিত হচ্ছে রাজ্য৷ উঠছে অভিযোগের পর অভিযোগ৷ এবার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ আদালত অবমাননার দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের৷ শিক্ষক নিয়োগ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷

এ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমার শুনে লজ্জা লাগছে৷ ওরা বলছে চিকিত্সা র জন্য ওড়িশার এইমসে নিয়ে যেতে হবে। বাংলায় পিজি হাসপাতাল গোটা ভারতের মধ্যে এক নম্বর৷ এখানে মেডিক্যাল কলেজ রয়েছে, বাঙুর হাসপাতাল রয়েছে, সাগর দত্ত হাসপাতাল রয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল রয়েছে। এছাড়াও অনেক ভালো ভালো বেসরকারি হাসপাতাল রয়েছে।’  

মমতার প্রশ্ন, ‘রাজ্য সরকারের কাছে এত ভালো ভালো হাসপাতাল থাকা সত্ত্বেও কেন যেখানে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল রয়েছে সেখানে যেতে হবে? কেন ওড়িশায় কেন যেতে? এর পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে? এটা বাংলার লজ্জা।’ 

এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, কোনও ব্যক্তি যদি জুডিশিয়ারি নিয়ে কোনও মন্তব্য করেন, তাহলে আমি মনে করি না বিচারব্যবস্থার শিরদাঁড়া এত দুর্বল যে তাতে আঘাত লাগে। আমি এসব নিয়ে ভাবতে রাজি নই। আদালত মনে করেনি এটা অবমাননা। আমার কোনও মন্তব্য নিয়ে যদি আদালত চ্যালেঞ্জ হয় তখন বিষয়টি ভেবে দেখা যাবে৷ দিনের শেষে আমার ভালো ঘুম হয়, এটাই যথেষ্ট। এসব নিয়ে ভাবছি না। তিনি এটাও বলেন, আগে এ টুকু সৌজন্যবোধ ছিল যে, বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা হত না। এখন সেটা ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *