জমা জল থেকে রেহাই পেতে বড় উদ্যোগ রাজ্যের তরফে

দেরি করে হলেও এর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে আগমন ঘটবে বর্ষার। আর শুরু হয়ে যাবে বর্ষার দাপট। এদিকে বর্ষা আসা মানেই বাড়তে থাকে জল জমে যাওয়ার সমস্যা। তবে, এবার ওই সমস্যা থেকে মুক্তি দিতেই নিউ টাউনের রাস্তায় দেখা মিলল ৩ টি রোবটের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিকাশি ব্যবস্থার প্রতি নজর দিতেই জল জমা আটকাতে ওই ৩ টি রোবটকে কাজে লাগাতে চলেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। মূলত জল জমার সমস্যার দূর করতে ম্যানহোল পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। এবার, ওই ম্যানহোলগুলিকেই খুব সহজে পরিষ্কার করবে ওই রোবটগুলি।

কন্ট্রোল রুমে বসেই এই রোবটগুলির কাজ সহজেই মনিটরিং করা সম্ভব হবে। অত্যাধুনিক এই রোবটগুলিতে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। যার ফলে কোথায় কোথায় আবর্জনা জমে রয়েছে সেটির সন্ধান পাওয়া যাবে ক্যামেরাতেই। ছোট জেনারেটরের মাধ্যমে রোবটগুলিকে খুব সহজেই চালানো যাবে। রাজ্যে এই প্রথম এহেন উদ্যোগ শুরু হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *