বড় বদল আসছে নিয়মে, এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, খুব দ্রুত দেশে জাতীয় জনগণনা শুরু হবে। ওই সময়ে আদমশুমারির সাথেই জাতি গণনাও হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রসঙ্গত, বিরোধীদের তরফে জাতি গণনার জন্য লাগাতার দাবি জানানো হয়েছিল। বিশেষ করে এই দাবিতে বারংবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এমতাবস্থায়, এবার বিরোধীদের সেই দাবিকেই মান্যতা দিল মোদী সরকার।
মন্ত্রিসভার একাধিক কমিটির বৈঠক ছিল। যেখানে রাজনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক সম্পন্ন হয়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “আগামী জনগণনার অংশ হতে চলেছে জাতি গণনা। মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।”