সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই কার্ড নিয়ে অভিযোগ বিগত কয়েক বছরে কিছু কম ওঠেনি। এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছ, যদি বারবার বেনিয়াম ধরা পড়ে তাহলে ওই সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক আর স্বাস্থ্য সাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না।অনেক ক্ষেত্রে দেখা গেছে বেসরকারি হাসপাতালগুলি সরকারের থেকে টাকা আদায়ের জন্য রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট করাচ্ছে ও ভর্তি বা রিলিজের দিন বাড়িয়ে দিচ্ছে।
এমন বেনিয়ম যদি ধরা পড়ে তাহলে ওই হাসপাতালকে ৭ দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়াও যদি অন্যান্য ধরনের অভিযোগ আসে তাহলে সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে।