১৯.৪ বিলিয়ন মার্কিন ডলারের মাহিন্দ্রা গ্রুপের অঙ্গ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ তাদের ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের আওতায় লঞ্চ্ করল নতুন ৪ডব্লিউডি সিরিজের ট্রাক্টর। বাজারে উপলব্ধ অন্যান্য ব্র্যান্ডের ট্রাক্টরের তুলনায় নতুন ২৪এইচপি (১৭.৮৯কেডব্লিউ) থেকে ৭৫এইচপি (৫৫.৯২কেডব্লিউ) ৪ডব্লিউডি রেঞ্জের ট্রাক্টরগুলি অনেক শক্তপোক্ট ও নির্ভরযোগ্য।
নতুন রেঞ্জের ট্রাক্টরগুলি বহুবিধ কৃষিসংক্রান্ত কাজের উপযোগী, যেমন পাডলিং, হার্ভেস্টার অ্যাপ্লিকেশন এবং বাণিজ্যিক কাজ যেমন লোডার, ডজার ও ট্রলি হিসেবে ব্যবহারযোগ্য। ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের অধীনে ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ হল এমন একটি ইভেন্ট যার দ্বারা কৃষকদের প্রগতি ও উন্নতির পথে যেতে সাহায্য করা হয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৮টি ডিলারশিপের আওতাধীন প্রায় ২০০০ জন কৃষককে সম্মানিত করা হয়েছে, যারা কৃষিক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ উপস্থিত কৃষকরা নতুন যুব ৫৮৫ ৪ডব্লিউডি ট্রাক্টরের অভিজ্ঞতাও লাভ করেছেন।