বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে একটি অপ্রাপ্তবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বন দফতর সূত্রে খবর, পশ্চিম বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার গারো বস্তির একটি ধানের খেতে হাতির মৃতদেহ উদ্ধার হয়।
বন দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে হাতিটি বিদ্যুৎপৃষ্ট হয়েই মারা গিয়েছে বলে সন্দেহ। তবে হাতিটি দুর্ঘটনাতেই মারা গেছে নাকি হাতিটির মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতার লক্ষণ রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে হাতিটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”
উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে করোনা আবহে ট্রেন না চলায় হাতির দুর্ঘটনায় পড়ার ঘটনা গত তিন মাসে কম ঘটেছে। যদিও তড়িদাহত হয়ে গত মাসে একটি বাচ্চা হাতির মৃত্যু হয় পূর্ব মাদারিহাটে। হাতির পাল সুপুরি গাছ ভেঙে ফেলার সময়ে ইলেকট্রিক তার ছিড়ে পড়ে ওই হাতির মৃত্যু হয়।