ছয়টি ভারতীয় ভাষায় একটি ইন-অ্যাপ আঞ্চলিক মিউজিক ট্যালেন্ট হান্ট #মিউজিকস্টারবেঙ্গলি (#MusicStarBengali) ঘোষণা করেছে টিকটক। এর লক্ষ্য, নতুন সঙ্গীত প্রতিভার সন্ধান করা। ট্যালেন্ট হান্টটি শুরু হচ্ছে ৭ জুন এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দুসপ্তাহ ধরে চলা এই অনুষ্ঠানে সুপরিচিত শিল্পী ও জনপ্রিয় সুরকারদের তাদের নিজ নিজ প্রদেশ থেকে আসা ট্যালেন্টদের সাপোর্ট করতে দেখা যাবে। ইউজাররা তাঁদের লাইভ দেখতে পাবেন। তাঁরা তাদের হিট গানগুলি প্ল্যাটফর্মে গাইবেন। #মিউজিকস্টার-এর অফিসিয়াল মিউজিক পার্টনারেরা হল সোনি মিউজিক, টাইমস মিউজিকস, স্পিড রেকর্ডস, আদিত্য মিউজিক, আনন্দ অডিও, লাহিড়ী মিউজিক, আমার মিউজিক এবং মিউজিক২৪X৭। #মিউজিকস্টার অনুষ্ঠানের প্রথম পর্যায়ে (জুন ৭-১৪) প্রতিটি ভাষা থেকে ১০ জন শর্টলিস্ট করা বিজয়ীকে বেছে নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে (জুন ১৫) ভোটিং-এর পদ্ধতি শুরু হবে এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা ৬০ জন শর্টলিস্ট করা অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রিয় সঙ্গীতজ্ঞকে ভোট দিতে ইউজারদের উৎসাহিত দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে (জুন ২১) সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রতিটি ভাষার পাঁচজন ফাইনালিস্টকে বিজয়ী হিসেবে চিহ্নিত করা হবে।