ভুয়ো টিআরপি মামলার অর্ণব গোস্বামীকে এফআইআর পাঠানোর পরামর্শ দিয়েছে বম্বে হাইকোর্ট। সোমবার বম্বে হাইকোর্টে এজিআর আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের দায়ের করা পিটিশনের শুনানি চলছিল। আবার আগামী ৫ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতিরা জানান, অভিযুক্ত হিসেবে অর্ণবের নাম যোগ করা হলে তাঁকে সমন পাঠানোর পরামর্শ দেন বিচারপতিরা।
বিচারপতি বেঞ্চ জানিয়েছে, টিআরপি দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসার যদি অভিযুক্ত হিসেবে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের নাম যোগ করেন, তাহলে তাঁকে সমন পাঠাতে হবে। মুম্বই পুলিশের আইনজীবী কপিল সিব্বল জানান, ইতিমধ্যে রিপাবলিক টিভির কর্মীকে তলব করেছে পুলিশ তবে তাঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি।