দীর্ঘদিন ধরেই চলছিল চর্চা, অবশেষে ঘটতে চলেছে প্রতীক্ষার অবসান। । বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত প্রোজেক্ট ‘রামায়ণ’। ‘আদিপুরুষ’ এর ব্যর্থতার পর আবারও রামায়ণ মহাকাব্যকে পর্দায় আনতে চলেছেন নীতিশ তিওয়ারি। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও প্রশংসা করলেন রামায়ণের।
সম্প্রতি মুম্বইতে আয়োজিত ওয়েভস সোসাইটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, আসন্ন রামায়ণ এর কিছু ঝলক তিনি দেখেছেন। আর ছবির কোয়ালিটি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ফড়নবীশ। জানানো হয়, দু ভাগে মুক্তি পাবে ছবিটি। প্রথম ভাগ আসবে ২০২৬ এ আর দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালে। সেই মতো গত বছর রামনবমীতেই বড় কিছু ঘোষণা করার পরিকল্পনা ছিল নির্মাতাদের। আসন্ন রামায়ণ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং সানি দেওলকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দি