মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বাংলার নানান জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করতে শুরু করেছে বিজেপি।
ইতিমধ্যেই ৩৩টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। রবিবার রানাঘাট, যাদবপুর, ঝাড়গ্রাম, মথুরাপুর, উত্তর দিনাজপুর ও কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রানাঘাটে অপর্ণা নন্দীর কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে। যাদবপুর, ঝাড়গ্রামে পুরনো মুখের ওপর আস্থা রেখেছে পদ্ম শিবির। বাকি তিন জেলায় আনা হয়েছে নতুন মুখ। রাজ্যের বাকি ৪টি সাংগঠনিক জেলায় সভাপতি পদের দাবিদার হিসেবে একাধিকজন রয়েছেন। সেই জেলাগুলির সভাপতির নামও শীঘ্রই ঘোষণা করা হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেই পদের জন্য গেরুয়া শিবির কাকে বেছে নেয় সেটাই দেখার।