দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো! ২০০৭ সাল থেকে শিল্পের আশায় বুক বেঁধে রয়েছে শালবনি। জমি অধিগ্রহণের পরেও মাঝপথে থমকে যায় কাজ। এরপর ২০১৬ সালে সিমেন্ট কারখানা তৈরি হলেও অর্ধেকের বেশি অধিগৃহীত জমি পড়েই ছিল। এবার সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে।
১৬,০০০ কোটিরও বেশি টাকা খরচ করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করছে জিন্দল গোষ্ঠী। এরই শিলান্যাস কলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনির বুকে ৮০০ মেগাওয়াট করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছেন জিন্দলরা।
কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। জমিহারা কমিটির সম্পাদক পরিষ্কার মাহাত বলেন, ‘এখনও কিছু দাবি পূরণ হয়নি। কিন্তু অবশেষে কারখানাটা যে হচ্ছে, স্থানীয় কয়েকজন ছেলেমেয়ে কাজ পাবে, সেটাই বড় কথা’।