হাইকোর্টে যেতে চলেছেন ‘যোগ্য’ শিক্ষকরা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে উত্তাল বাংলা।

যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের কথা ছিল। তবে তা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এবার জানা গেল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যোগ্যরা। অযোগ্যদের বহিষ্কারের দাবিতে উচ্চ আদালতে যাচ্ছেন তাঁরা।

জানা যায়, এসএসসির তরফ থেকে তৈরি করা তালিকা স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে। তিনটি পর্যায়ে সেই তালিকা পাঠাবে কমিশন। গতকাল সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও বসেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনাতেও জট কাটেনি।