বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এবার একশো দিনের কাজ স্কিমে দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
উচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফ থেকে এই অভিযোগ আনা হচ্ছে। পাল্টা ‘দুর্নীতির তত্ত্ব’ খাঁড়া করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বাংলায় তদন্তে আসে কেন্দ্রীয় দল। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে দাবি করেন, মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল।
হাইকোর্টে একটি রিপোর্ট দিয়ে জানানো হয়, উচ্চ আদালত নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময়ে হুগলি, পূর্ব বর্ধমান, মালদা ও দার্জিলিং জিটিএ অঞ্চল পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পান। রাজ্যের এই চার জেলা থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।