পাচার রুখতে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

পাচার কার্য রুখতে কড়া নির্দেশ শীর্ষ হাসপাতালের তরফে। হাসপাতাল থাকে শিশু চুরির মতো ঘটনা প্রায়শই নজরে আসে, এরকম ঘটনা নজরে এলেই সর্বপ্রথম ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। এই ধরণের অপরাধ প্রতিরোধের পরিপ্রেক্ষিতে সাফ নির্দেশ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে একটি আবেদনের ভিত্তিতে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন একটি নির্দেশিকা জারি করেন। নির্দেশ অনুযায়ী এই ধরণের জঘন্যতম অপরাধমূলক কাজে যারা যুক্ত থাকে তাদের জামিনের বিরোধীতা করে এবং কোনও হাসপাতালে শিশু পাচারের মতো ঘটনা নজরে আসলে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে নির্দেশ দেন।

হাসপাতালে শিশু চুরির মতো অপরাধ নজরে এলেই দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পারদিওয়ালা। “রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতিবছর প্রায় ২ হাজার শিশু পাচার হচ্ছে। ন্য়াশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী জানা গেছে ২০২২ সালে ২২৫০টি শিশু পাঁচার মামলা দায়ের হয়েছে।