সম্পর্ক মধুর হতে চলেছে দুই দেশের মধ্যে

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। করোনাকালে বিশ্ব জুড়ে ঘটে গিয়েছিল বেশ কিছু পরিবর্তন। তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল সুদূরপ্রসারী। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্ব জুড়ে লকডাউন শুরু হলে বিমান চলাচল থমকে গিয়েছিল। পরবর্তীতে যদিও ফের তা চালু হয়, কিন্তু একটি দেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল আর শুরু হয়নি পাঁচ বছরে।

অবশেষে আবারো তা শুরু করা নিয়ে কথাবার্তা চলছে দুই দেশের মধ্যে। দেশটি হল চিন। অন্যতম কারণ ছিল, সীমান্তে উত্তেজনা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এমতাবস্থায় আবারো দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার চিন্তা ভাবনা চলছে।

ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা যে আবার চালু হতে পারে, গত মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন চিনের কনসাল জেনারেল জু্ ওয়েই। ভারত চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এসে একথা বলেছিলেন তিনি। বেজিংয়ের সঙ্গে এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের কথা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে।