সিঁদেল চোরের কীর্তি, একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরি। জল তোলার পাম্প মেশিন ও মোবাইল নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সংলগ্ন হলদিবাড়ি ব্লকের পয়ামারি অঞ্চলের ২০০ বিঘা এবং গাংডোবা এলাকায়। বুধবার গভীর রাতে হানা দিয়ে ২০০বিঘা এলাকায় পরপর চারটি বাড়িতে জল তোলার বৈদ্যুতিক পাম্প মেশিন নিয়ে চম্পট দেয় চোরের দল।
পাশের আর একটি বাড়িতে সিঁদ কাটলেও সেই বাড়ির একজনের ঘুম ভেঙ্গে যাওয়ায় সেই বাড়ি থেকে কোন কিছু নিতে পারেনি চোরেরা। অন্যদিকে, কাছেই পয়ামারী বাজার সংলগ্ন গাংডোবা এলাকায় সনজিৎ রায় এর বাড়িতে সিঁদ কেটে একটি মোবাইল নিয়ে যায় চোর।
এর আগে এলাকায় এমনভাবে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেনি। তাই হটাৎ করেই একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অনুমান কোনও বহিরাগত সিঁদেল চোরের দল এমন ঘটনা ঘটিয়েছে । পুলিশের দারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।