ভুয়ো পোস্ট ঘিরে চিন্তার দানা বাঁধছে নতুন করে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম রায়ে সদ্য চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা।

এর মাঝেই আচমকা নতুন খবরে মাথায় হাত পড়ার জোগাড় সকলের। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সমস্ত খাতা বাতিল করা হচ্ছে। আবারও পরীক্ষা নেওয়া হবে ছাত্রছাত্রীদের।

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয়েছে শোরগোল। কিন্তু শিক্ষক সংগঠনের তরফে এমন কোনো ঘোষণা আদৌ করাই হয়নি। সেই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফেও প্রকাশ করা হয়নি এমন কোনো প্রতিবেদন। ফলত ভাইরাল হওয়া ছবিটি যে পুরোপুরি মিথ্যে তা আর বলার অপেক্ষা রাখে না।