দীঘি বৈশাখী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ঢল

চা বাগান ঘেরা ” কাটা তারের বেড়া “ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া অঞ্চলে বাবুগছ গ্রামে শুভ নববর্ষের প্রথম দিনই বসে এই মেলা। শতাব্দি প্রাচীন কাল ধরে রীতি মেনেই বসে এই মেলা !

প্রায় চার একর জমির উপর রয়েছে এই দীঘী এই দীঘির গভীরতা কতটা আজও স্থানীয়দের রয়েছে অজানা।  প্রতিবছরই পয়লা বৈশাখে এই দীঘির পারে জমজমাট হয়ে ওঠে মেলা। দীঘীকে ঘিরে  আচার-আচরণ মনের কামনা পূরণ করতে বিভিন্ন জায়গার দূরদূরান্ত থেকে  বহু পুণ্যার্থী আসে এই মেলাতে। আজ সারাদিনব্যাপী  মানুষের ভিড় আনাগোনা চলবে এই হোসেন দিঘির পারে ।

প্রাচীন রীতি মেনে আজও চলে এই মেলা।  দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত এসে দীঘিতে স্নান করে। এভাবেই  দীর্ঘদিন ধরে চলে আসছে এই হোসেন দীঘীর মেলা। এই হোসেনদিঘি মেলা কে ঘিরে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস এই মেলাকে আরো জাঁকজমক করে তুলে।