বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
এই আবহে সামনে আসছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের ‘চারমূর্তি’র নাম। নিয়োগ দুর্নীতির এই বৃহত্তর ষড়যন্ত্রে এই চারজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওএমআরের তথ্য নষ্ট থেকে, নম্বরে কারচুপি, অযোগ্যদের নিয়োগ, ‘চারমূর্তি’র বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে।
এই চারজন হলেন, স্কুল সার্ভিস কমিশনের একদা পরামর্শদাতা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্বন্ধিত চার্জশিটে সিবিআই জানিয়েছে, এই দুর্নীতির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শান্তিপ্রসাদ।