সত্যি হতে চলেছে জল্পনা, বড় ঘোষণা কেন্দ্র সকারের তরফে

জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে জল্পনা। জেলিংহাম, জমি রক্ষার লড়াইয়ে এক সময় সমগ্র বাংলা তো বটেই, গোটা দেশে চর্চায় উঠে এসেছিল নামটা। নন্দীগ্রামের এই এলাকাতেই একসময় গড়ে ওঠার কথা ছিল একটি জাহাজ নির্মাণ প্রকল্পের।

কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে, বাস্তব আর হয়নি। অবশেষে এবার জেলিংহামকে নতুন করে স্বপ্ন দেখাল কেন্দ্রীয় সরকার। ২০০০ কোটি টাকার জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে উঠবে জেলিংহামে। বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিয়ে নতুন করে আশা জাগিয়ে তুলেছে কেন্দ্র।

সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রকল্পের কথা জানিয়েছেন। তিনি জানান, জেলিংহামে ৫,৬৫,৮৪৮ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হতে চলেছে এই জাহাজ নির্মাণ কেন্দ্র। অত্যাধুনিক জাহাজ নির্মাণ এবং মেরামতের এই কেন্দ্রের জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।