জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আম্বেদকরের জন্মবার্ষিকী

সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এর জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজ জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রাঙ্গনে ডঃ বি আর আম্বেদকর এর পূর্ণবায়ক মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ।এছাড়াও উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনিন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য রা। এর পাশাপাশি জেলা কংগ্রেসের উদোগাও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জেলা কংগ্রেস কার্যালয়ের পালিত হবার পর  পৌরসভার অবস্থিত ডঃ বি আর আম্বেদকর এর পূর্ণরায়ক মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি সূচনা করা হয়।

মাল্য দান করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি সাধারণ সম্পাদক অসীম তরফদার সহ অন্যরা। এরপর আজ ১২ নম্বর ওয়ার্ডেও তিনটি যথাসাধ্য মর্যাদায় পালিত হয়। ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন ওয়ার্ডের কাউন্সিলর মনিন্দ্রনাথ বর্মন।