বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে জলপাইগুড়ির চা বলয়ে এই প্রথম অনুষ্ঠিত হল শ্রীমৎ ভগবত মহাপুরান ও গীতা পাঠ। হাজার ভক্তের সমাগমে সাতদিনের এই ধর্মীয় আসর বসেছিল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া শ্রীমৎ ভগবত মহাপুরান ও গীতা পাঠের অনুষ্ঠানের শেষ দিন ছিল বুধবার।
অনুষ্ঠানের জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিক্রম বিশ্বকর্মা বলেন, সমগ্র বিশ্বের সুখ শান্তি কামনার লক্ষ্যে পুরান ও গীতা পাঠের আসর অনুষ্ঠিত হল।
হাজার হাজার ভক্তের সমাগমে এই অঞ্চলে এবার প্রথম এমন অনুষ্ঠান করা হয়েছে। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকার বাসিন্দারা প্রতিদিনই অংশ নিয়েছেন এই ধার্মিক অনুষ্ঠানে। আজই ছিল অনুষ্ঠানের শেষ দিন।