নয়া বিজ্ঞপ্তি জারি হলো সরকারের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বারবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার।

তাই এবার ‘বদনাম ঘোচাতে’ সমস্ত প্রকল্পের কাজের অগ্রগতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন। সেই লক্ষ্যেই ‘ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইউপিএমএস) পোর্টালে সমস্ত প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য-পরিসংখ্যান দাখিল করার জন্য সমস্ত দপ্তরকে সংযুক্ত করল রাজ্য সরকার।

এতদিন পর্যন্ত এই পোর্টালে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ, কেএমডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের অধীনস্থ সমস্ত প্রকল্পের তথ্য জমা করা হত। তবে এবার এই সমস্ত প্রকল্পের রোজকার খতিয়ানও জমা করতে হবে। আগামীদিনে দ্রুততার সাথে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার।