সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকেও প্রশ্ন করা হয়েছিল। উচ্চ আদালতে রিপোর্ট দিয়ে সিবিআই জানাল, তিলোত্তমার গণধর্ষণ হয়নি। এই ঘটনা একজনই ঘটিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হাইকোর্টে জানায়, ক্রাইম সিন থেকে একজনের ডিএনএ পাওয়া গিয়েছে, একাধিক নয়। সেদিন তিলোত্তমার সঙ্গে যারা ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে। সেদিনের নার্স, ডাক্তার, ক্লিনিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় সিবিআই।
এদিকে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর মামলায় রিজানুর কেসের তদন্তের গতির উদাহরণ টেনে আনেন তিনি। মামলায় সিবিআইয়ের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট।