নিয়মে বদল এলেও কার্যকর হলো না তা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বদলে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নিয়ম। নতুন শিক্ষাবর্ষ থেকে উচ্চ-মাধ্যমিকের জন্য চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। সাথে বেশ কিছু বদল এসেছে দ্বাদশ শ্রেণীর পাঠক্রমেও। দ্বাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যক্রমে দুটি নতুন গল্প এবং নাটক যুক্ত হয়েছে।

কিন্তু পরিবর্তিত পাঠক্রম অনুযায়ী এই নতুন গল্প এবং নাটক দ্বাদশের পাঠ্য বইয়ে নেই। আর তা নিয়েই মহাচিন্তায় পড়েছেন সদ্য দ্বাদশ শ্রেণীতে ওঠা পড়ুয়ারা। প্রত্যেক বছরই উচ্চ-মাধ্যমিক স্তরে বাংলা এবং ইংরেজি পাঠ্যবই বিনামূল্যে পেয়ে থাকেন পড়ুয়ারা।

কিন্তু এবছর যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছেন তাদের সবার কাছে একাদশ শ্রেণীতে পাওয়া দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থাকলেও সেখানে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী দুটি নতুন গল্প এবং নাটক নেই। প্রশ্ন উঠছে এক্ষেত্রে পড়ুয়ারা পরিবর্তিত পাঠ্যসূচি কীভাবে পাবেন? এই পরিস্থিতিতে অনেকেই দাবি তুলেছিলেন নতুন করে দ্বাদশ শ্রেণীতে ইংরেজি পাঠ্যবই দেওয়া হোক।