টোটোর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় জলপাইগুড়ি রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড

সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙলো জলপাইগুড়ি ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। ট্রেন আসার সময় লেবেল ক্রশিংয়ের দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল।

সেইসময় দ্রুতগতিতে আসা এক টোটো  রেললাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে।  ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষন লেবেল ক্রশিংয়ের দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আর পি এফ টোটো চালকের খোঁজ শুরু করেছে।