বিদ্যালয়ের ক্লাস শেষ হবার পর শিক্ষক-শিক্ষিকাদের সাথে রংয়ের উৎসবে মেতে উঠলেন তারা। বাদ গেলেন না ছাত্রদের বাবা মায়েরাও। তারাও মেতে উঠলেন হোলি এই উৎসবে বিদ্যালয়ের সবার সাথে। নিজেদের মধ্যে রঙ খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও রং মাখিয়ে দেয় এই কচিকাঁচা ছেলেরা তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।
সকলেই আনন্দ প্রকাশ করেন এই কচিকাঁচাদের সাথে রং খেলে। বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন আজকের দিনটি আমরা আনন্দের সাথে কাটালাম আগামী দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা বয়ে আনবে এই আশা রাখি।
অপরদিকে প্রাক হোলি উৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির অন্যতম আধ্যাত্বিক সেবা কেন্দ্র প্রজাপতি ব্রহ্মকুমারি সেন্টারে। এরই সকলে হোলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়, এর সঙ্গে সেন্টারের অনুগামী চিকিৎসক ডাঃ পিনাকী সরকার রং ব্যাবহার সম্পর্কিত বিশেষ বার্তা দেন সবার উদ্দেশ্যে।