আর তাই হোলির শেষ বাজারে বিক্রি শুরু হয়েছে রকমারি হোলি লেখা সাদা গেঞ্জি, মুখোশ ও পিচকারীর। আগামীকাল হোলি আর সেই উপলক্ষেই জলপাইগুড়ির হোলির বাজার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছিল।
বিভিন্ন রকমের হোলির গেঞ্জি থেকে শুরু করে রকমারি পিচকারী রকমারি রংবেরঙের মুখোশ সহ অন্যান্য হোলির জিনিস পত্র বিক্রি শুরু হয়েছে। এবার হোলির বাজারে ছেয়ে গেছে সাদা হোলির গেঞ্জি ও। এই বছর হোলির জিনিসপত্র প্রচুর বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
হোলির উৎসবে কিনতে এসে বলেন গতকাল বৃষ্টির জন্য হোলির মার্কেট কিছুটা নষ্ট হলেও আজকে জম জমাট হয়েউঠেছে। বিক্রি হচ্ছে খুব ভালো যা হোলির দোকান গুলোতে দেখলেই বোঝা যায়।