তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী একাধিক। এর অধীন উপভোক্তাদের টাকা দিতে বিপুল অর্থ খরচ হয় সরকারের।
তবে সেই নিরিখে আয়ের উৎস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এই আবহে এবার উপার্জন বাড়াতে বিরাট উদ্যোগ নিল সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের বুকে কমপক্ষে ৪-৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কথা ভাবছে সরকার পক্ষ। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণের খরচ সামলাতে প্রত্যেকটি পিপিপি মডেলে গড়ে তোলা হবে। পরবর্তীতে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হলে একদিকে যেমন রাজ্যে বিদ্যুতের জোগান বাড়বে, তেমনই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবে সরকার। রাজ্যের তরফ এমনটাই পরিকল্পনা করা হয়েছে।