জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ আজ সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিক্যালের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের সমস্যা হচ্ছে।
প্রয়োজনের তুলনায় সাপ্লাই কম। তাই এই অবস্থা। রোগীদের দাবি, হাসপাতাল থেকে বলা হচ্ছে, এখন ভ্যাকসিন নেই। পরে যোগাযোগ করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।