পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিন পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতির দমহনী শাখার পক্ষ থেকে এলাকার প্রাচীণ পলহয়েল স্কুলে পরিক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে কলম, জল, তুলে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, হাজরা সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে থাকেন আজও তাদের দ্বারাই গঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতি।