সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পরেই সামনে এসেছিল আরজি কর হাসপাতালের আড়ালে ঘটে চলা দুর্নীতির বিষয়টিও।
সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। যদিও বর্তমানে তারা দুজনেই জামিনে মুক্ত। গ্রেফতারির পর প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের সিম বাজেয়াপ্ত করেছিল সিবিআই। জামিনে মুক্তির পরেও এখনও সিম ফেরত পাননি তিনি। তাই তার সিম ফেরত দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিজিৎ মন্ডলের পরিবার। শিয়ালদা কোর্টে রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে খুব তাড়াতাড়ি আদালতে এই মামলার অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে।