কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগরাজে যখন নির্বিঘ্নে কাটলো কুম্ভস্নান, অন্যদিকে পশ্চিমবঙ্গে অন্য ছবি! মন্দির সম্পাদকে শাসানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উত্তরবঙ্গের প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রতিবছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে মন্দিরে আয়োজন হয় পুজোর। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরেই আয়োজন করা হয় দশ দিনব্যাপী মেলার।
প্রতিবছরের মত এ বছরও পুজো ও মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই ধারণা প্রশাসনের। এরই মধ্যে জল্পেশ মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবের সাথে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়ায় চাঞ্চল্য।
ভাইরাল হওয়া ভিডিওতে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে বলতে শোনা যায় এডিশনাল এসপি তাকে তেড়ে মারতে আসে। একদিকে যখন প্রয়াগরাজে কোটি কোটি মানুষের ভিড়েও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো কুম্ভ স্নান। সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এমন ঐতিহ্যবাহী মন্দিরের পুজোর শুরুর দিনেই এমন দৃশ্য দেখে হতবাক সবাই।