বিরাট কর্মসংস্থানের সুযোগ সরকারের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। এবার বেকারত্ব ইস্যুতে সবার মুখে কার্যত ঝামা ঘষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেলন, ‘রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে।’

একইসাথে তিনি দাবি করলেন, ‘স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানালেন, ‘চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প-ও রয়েছে রাজ্যে।’

নিউটাউনে দেবী শেঠির নতুন হাপাতালের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে আজ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আগামীদিনে এখানে ১০ হাজার কর্মসংস্থান হবে। এই হাসপাতালের জন্য মোট ১৫০০ কোটি টাকা লগ্নি হচ্ছে।’