বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার শিরোনামে উঠে এসেছিলেন কুন্তল ঘোষ।
২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা। উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসারও।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা তোলার পাশাপাশি হিসাব বহির্ভূত মোটা টাকার আর্থিক লেনদেনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।