ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে কারখানা চালু হলে। ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। কিছু দিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুব এলন মাস্কের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছু দিন পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। বর্তমানে দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছেন তারা। বহুদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, টেসলার উচ্চ আধিকারিকরা ভারতে আসবেন। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সব মিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার।
নির্বাচন চলাকালীন ভারতে মোদি ও মাস্কের সাক্ষাৎ হতে পারে, এই খবরও শোনা গিয়েছিল। তবে শেষ অব্দি ভারতে আসেননি টেসলা কর্তা। তার বদলে তিনি পাড়ি দেন চিনে। সেই নিয়ে জল্পনা শুরু হয়, তবে কি ভারতে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে টেসলা? তবে সেই আশঙ্কা অমূলক। মোদির সাথে মাস্কের বৈঠকের মাত্র কিছু দিন পরেই ভারতে নিয়োগ করতে চলেছে টেসলা। লিঙ্কডইনের বিজ্ঞাপনে ইভি প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি এবং মুম্বইয়ে মোট ১৩টি পদে আপাতত নিয়োগ করা হবে। সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলি দিল্লিতে। কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট নিয়োগ করা হবে মুম্বইতে।
উল্লেখ্য, ২০২৩ সালেও আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকের পরই মাস্ক জানিয়ে দেন, তাঁর সংস্থা টেসলা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। শোনা গিয়েছিল, কারখানা চালু হলেই ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে। গাড়ির দাম থাকবে ২০ লক্ষের মধ্যে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার হয়তো দুপক্ষ সহমত হয়েছে, লিঙ্কডইন পোস্ট থেকেই ইঙ্গিত।