বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের এসএলএসটি-র ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
শুনানি হয়েছে প্রাথমিকের নিয়োগ মামলার। সুপ্রিম কোর্টে আজ আরও একবার পিছিয়ে গিয়েছে এই প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এবারও সেই নিয়োগ নিয়ে জটিলতা থেকেই গেল। এবার এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতির পি শ্রী নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে বাকিদের চাকরি কবে হবে, এবার রাজ্যকে তা হলফনামা দিয়ে জানাতে হবে।