বারংবার উঠেছে অভিযোগ, তারপরেও হয়নি কোনো সুরাহা। টোটো নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। আগে থেকেই রাজ্য বা জাতীয় সড়কে অটো বা টোটো চলাচলে নিষেধাজ্ঞা আছে। কড়া নির্দেশিকা রয়েছে পরিবহণ দপ্তরের।
তবে বারাসতে এই নিয়ম এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ। উল্টে দিন দিন টোটোর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সমস্যাও বাড়ছে। এই পরিস্থিতিতেই এবার বেআইনি টোটো নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করল জেলা পরিবহণ দপ্তর।
বেআইনিভাবে কতগুলি টোটো চলছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। বারাসত শহরে কমবেশি ১০ হাজারের মত টোটো চলাচল করে। পুরসভা সূত্রে খবর, শহরের তিনহাজার টোটোতে পুরসভা তরফে বারকোড দেওয়া হয়েছে। এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হতে পারে।