বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় আপডেট।
হাই কোর্টের রায়কেই সমর্থন করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, “নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়েও অনেক চাকরি হয়েছে। হাই কোর্টের যথার্থ রায় দিয়েছে। ওই রায়ই বহাল রাখা হোক।”
ঠিক কিভাবে যোগ্য-অযোগ্য আলাদা করা যাবে সেই নিয়ে কোনো সমাধান সূত্রই বের করতে পারল না সিবিআই। পাশাপাশি বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কীভাবে যোগ্যদের আলাদা করে তাদের চাকরি বাঁচানো যাবে তা বলতে পারেননি কোনও পক্ষের আইনজীবীই। সবমিলিয়ে আপাতত অন্ধকারে ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ।