বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে শুরু হল রাস্তা তৈরির কাজ

স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্রের প্রচেষ্টায় অবশেষে আজ ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো।

এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ছাড়াও পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানিয়েছেন – আজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ পল্লী এলাকায় নিচু কাঁচা রাস্তা ভরাট করে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল।

এছাড়াও আজ ২৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটার পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের অন্যান্য রাস্তা নির্মাণের কাজ সহ বিভিন্ন উন্নয়নের কাজের শুভ সূচনা হলো।