স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি লোকাল ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী। আবার রেল দুর্ঘটনা। একটুর জন্য বড় বিপদ এড়ালেন যাত্রীরা। ঘটনাটি ঘটছে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন যাত্রী।
জানা গেছে, সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেনটি রেলস্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দেওয়ার সময়ে ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য কামরা থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার সময়ে বিপত্তি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। তাতে কামরার ক্ষতি হয়েছে। প্রবল ঝাঁকুনিতে জখম হন যাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। তবে রেলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।