ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া ও দক্ষিণ খট্টিমারি গিলান্ডি ব্রিজ শিব মন্দির সুদীর্ঘ একটা সময় ধরে গোটা ব্লকের মানুষকে একত্রিত করে শিব চতুর্দশী ও গঙ্গা স্নানের আয়োজন করে।
পাশাপাশি তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরনের মাধ্যমে। তবে একটা সময় ধরে এই শিব মন্দিরের ভগ্নপায় দশা। তার হাল ফেরাতেই এবার এই অভিনব উদ্যোগ। এক লাকি কুপন খেলার আয়োজন করা হয়েছে স্থানীয় যুবকদের তরফে।
এখানে মাত্র ১০০ টাকা খরচ করে আপনি একদিকে মন্দির উন্নতিকল্পে দান করতে পারবেন পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। পুরস্কারের ডালিতে রয়েছে প্রথম পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫ হাজার, তৃতীয় পুরস্কার নগদ ৫০০০ এবং সান্তনা পুরস্কার হিসেবে এক হাজার টাকা দেওয়া হবে মোট কুড়িজনকে।