বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
বিগত কয়েকদিন ধরে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ, ছিলেন চিকিৎসাধীন। এরপর আদালতের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আর্জি জানান তিনি।
সেই অনুযায়ী গত মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রাক্তন মন্ত্রীকে। জানা যাচ্ছে, এখনও অক্সিজেন সাপোর্টেই রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। তাঁর সিটি স্ক্যান এখনও হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পার্থর শারীরিক অবস্থা স্থিতিশীল।