দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের মুদ্রাস্ফীতির সম্মুখীন সাধারণ মানুষ। যার জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন তাঁরা। গ্যাস কোম্পানিগুলি LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে।
বাণিজ্যিক LPG সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি ঘটানো হয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামের ওপর। তবে, ঘরোয়া কাজে ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গ্যাস এবং বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই প্রসঙ্গে জানিয়েছে যে, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছে।
জানিয়ে রাখি যে, এর আগে গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। প্রতি মাসের প্রথম দিকে, তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে।