আচমকাই বড় অভিযোগ লক্ষ্মীর ভান্ডার নিয়ে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। এবার মমতার স্বপ্নের সেই প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ।

এরই মাঝে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ উঠল। এলাকার একাধিক মহিলারা এই অভিযোগ তুলে সরব। ইতিমধ্যেই এর দ্রুত প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন তারা। পুরসভার চেয়ারম্যান তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এদিকে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।