বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই মাতৃবিয়োগে আদালতের অনুমতিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
এবার অর্পিতার প্যারোলের মেয়াদ বাড়াল রাজ্য কারা দফতর। নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মায়ের মৃত্যুতে গত বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন তিনি। প্রথমে দু’দিনের জন্য প্যারোলে মুক্তি পান অর্পিতা। পরে তা আরও বাড়ানো হয়। রবিবার দুপুরে অর্পিতার সংশোধনাগারে ফেরার কথা ছিল। তবে সেই মেয়াদ কিছুটা বাড়ানো হল। সোমবার দুপুরে সংশোধনাগারে ফিরবেন অর্পিতা।