চলতে থাকা নিয়মে এলো বদল। রাজ্যের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের জন্য জারি হলো নয়া নিয়ম। এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) বছরে সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিল অর্থ দফতর। নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেখানেই জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে বলা হয়েছে।
বলা হয়েছে, এবার থেকে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা করতে পারবেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এতদিন কেউ চাইলে নিজের মূলবেতনের (বেসিক) সমপরিমাণ অর্থ জমা করতে পারতেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। তবে এবার থেকে শিক্ষকদের জন্য বাৎসরিক সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিল অর্থ দফতর। চলতি বছর থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
জানানো হয়েছে, কেন্দ্রের নিয়মকে মান্যতা দিয়েই এই নির্দেশিকা জারি হয়েছে। ইতিমধ্যেই যাদের জিপিএফে পাঁচ লক্ষ টাকার বেশি অর্থ জমা পড়েছে, তাদের সঞ্চয়ের জন্য মাসিক যে অর্থ কাটা হয় তা এবার থেকে যাতে না নেওয়া হয়।