বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। শুধু দুর্নীতি নয় পাশাপাশি চলছে বেআইনি নির্মাণও, এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য।
গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এলাকাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় অবস্থিত। বেআইনি নির্মাণ রুখতে কলকাতার মেয়রকে নতুন আইন আনার পরামর্শ দিয়েছিলেন পুরসভার আধিকারিকরা।
তারপরে এই বিষয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগকে একটি খসড়া তৈরী করার নির্দেশ দিয়েছিলেন মেয়র। পরে সেই খসড়া তৈরি হলে শুরু হয় তা আইনে পরিণত করা তোড়জোড়। অধিবেশনে আইন দফতর মারফত বিধানসভায় এই বিল পাশ হলেই তা আইনে পরিণত হবে। তার জন্য অবশ্য রাজ্যপালের সম্মতিও প্রয়োজন।