দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। আবাস যোজনার ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
কেন্দ্র টাকা দেয়নি, উপভোক্তাদের টাকা দিতে চলেছে রাজ্য। সেই কারণে এবার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামটাও ব্যবহার করা হবে না! নবান্ন থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নয়, বরং রাজ্য সরকার নিজের টাকায় এই প্রকল্প গ্রহণ করেছে।
সেই কারণে এবার থেকে বাংলার গ্রামীণ অঞ্চলে আর্থিকভাবে দুর্বল মানুষের বাড়ি বানানোর ক্ষেত্রে রাজ্যের দেওয়া নামই থাকবে। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নয়, বরং ‘বাংলার বাড়ি’ নাম ব্যবহার করা হবে বলে জানান তিনি। আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।